দীর্ঘ ছয়মাস পর খুলে দেয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজধানীর লালবাগ কেল্লা। তাইতো বিকাল গড়াতেই, দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ জায়গাটি।
অন্যদিকে, জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি খুলবার সিদ্ধান্তও আসছে দ্রুত, এমনটাই জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রাজধানীর প্রত্নতত্ত্ব নির্দশন লালবাগ কেল্লা। ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের প্রাচীন এ স্থাপত্য।
দীর্ঘ ছয়মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঐতিহাসিক এ স্থাপত্যটি। তাইতো বিকাল গড়াতেই দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ জায়গাটি।
পর্যটক এবং দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে এসব জায়গায়। তবে সেক্ষেত্রে এখনো উদসীন অনেকেই।
এদিকে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ মাসেই খুলতে পারে জাতীয় জাদুঘর। জনসচেতনার সকল কার্যক্রম থাকবে সেখানেও। তা অবশ্যই মানতে হবে দর্শনার্থীদের।
সংস্কৃতি অঙ্গণের আতুঁড়ঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুলবার সিদ্ধান্তও নেয়া হবে দ্রুত এমনটাও জানান প্রতিমন্ত্রী কে এম খালিদ।