করোনার প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি।
মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২০ এর হালনাগাদ প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। একে কোভিড পরবর্তী অর্থনৈতিক পূনরুদ্ধারের ইঙ্গিত বলে মনে করে সংস্থাটি।
বলা হয়েছে উৎপাদন খাতের শক্ত ভিত্তি আর রপ্তানির গন্তব্যগুলোয় গতি ফেরায় ইতিবাচক প্রবৃদ্ধি আসতে সহায়ক হবে। এছাড়া বছর শেষে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ এর ঘরে থাকবে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ ও ৪ দশমিক ৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।