প্রায় ১ বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ইলিশের প্রথম চালান। আজ সোমবার সন্ধ্যার আগে ২ টি বাংলাদেশি ট্রাকে ৬ শ কার্টুন ভর্তি ১২হাজার কেজি পদ্মার ইলিশ ভারতে পাঠানো হয়।
ইলিশের আমদানিকারক জেকে ইন্টারন্যাশনাল, এবং বাংলাদেশের রফতানিকারক জাহানাবাদ ফিস কোং খুলনা।
রফতানি করা ইলিশের মুল্য ১লাখ ২০ হাজার মার্কিন ডলার। প্রতি কেজির মুল্য ১০ মার্কিন ডলার।