সাগরে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেরা জানান, দিনভর নদীতে জাল ফেললেও ইলিশের দেখা পাচ্ছেন না তারা। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
তবে দ্রতই চাঁদপুরের নদীতে ইলিশ ধরা পড়বে এমন আশা ইলিশ গবেষকদের। ভরা মৌসুমে প্রতি বছর চাঁদপুরের পদ্মা-মেঘনায় ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়লেও এবারের চিত্রটা ভিন্ন। কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা।
জেলেরা জানান, প্রতিদিন ইলিশের সন্ধানে নদীতে যাচ্ছে তারা। তবে ইলিশের দেখা মিলছে না খুব একটা। সারা দিনে জাল বেয়ে যেই পরিমাণ ইলিশ পাচ্ছে তা দিয়ে তাদের খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে তারা।
আড়তদাররা বলছেন, বাজারে ইলিশের আমদানি নেই বললেই চলে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা ।
দক্ষিণাঞ্চলে সাগরে ইলিশ ধরা পড়ছে দ্রতই পদ্মা মেঘনায়ও কাঙ্ক্ষিত ইলিশ পাবে জেলেরা এমন আশার কথা জানালেন সংশ্লিষ্টরা।
মৎস্য অধিদপ্তরের তথ্য মতে, ২০১৮-১৯ অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫লাখ ১৭হাজার মে.টন।