ঢাকার ধামরাইয়ে নিজ কক্ষ থেকে সানজিদা আক্তার (১৭) নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় ধামরাইয়ের নান্নার ইউনিয়নের পাঁচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ধামরাইয়ের পাঁচাইল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার এ বছর জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। রবিবার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজে ভর্তি হওয়ার জন্য তার মা’র কাছে টাকা চান।
এসময় তার মা একদিন পর সোমবার টাকা দেওয়ার কথা বলায় ক্ষোভে তার নিজ কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।