রাজধানীর কাঁঠালবাগানে একটি ভবনের ৯ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, চার বছর আগে আসিফ সাবরিনা শাহিদ নিশিতাকে প্রেম করে বিয়ে করেন। আসিফ ও সাবরিনার সঙ্গে মাঝেমধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো। আসিফ মাদকাসক্ত ছিলেন।
চার মাস উত্তরায় একটি রিহ্যাবেও ছিলেন তিনি। এর পিছনে আরও কোন কারণ আছে কিনা সেই বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী ।