আগামী মাস থেকেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন লিওনেল মেসি।
আসছে ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে অধিনায়ককে দেখা যাবে বলেও জানিয়েছেন দেশটির ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ে।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারির বিরুদ্ধে পক্ষপাত ও চিলির বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে সাউথ আমেরিকান ফুটবল প্রধানকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তিন মাস এবং বাছাইপর্বের একটি ম্যাচ থেকে নিষিদ্ধ হন মেসি।
তাতে বুয়েন্স আয়ার্সে ইকুয়েডর ম্যাচে খেলার কথা ছিল না তার।