লকডাউনের পুরো সময়টা স্বেচ্ছায় ঘরবন্দী ছিলেন হালের জনপ্রিয় নায়িকা পরীমনি। দীর্ঘ সময় পর আবারও কাজে ফিরেছেন এই চিত্রনায়িকা। আর তারই অংশ হিসেবে পাঁচ দিনের সফরে খুলনায় অবস্থান করছেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে চেপে যশোরের উদ্দেশে উড়াল দেন নির্মাতা রায়হান জুয়েল, পরীমনি, সিয়াম আহমেদসহ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির বড় একটি দল। যশোর থেকে রাতেই খুলনায় পাড়ি দিয়েছেন তারা।
নির্মাতা রায়হান জুয়েল বলেন, ‘৫ দিনের সফরে বেরিয়েছি। আজ থেকে খুলনার নদী অঞ্চলে শুটিং করব। এরপর আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ১১ তারিখ থেকে আবারও শুটিং করব সদরঘাটে।’
পরীমনি বলেন, ‘মনে হচ্ছে অনেক দিন পর খাঁচা থেকে মুক্তি পেলাম। কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।
তিনি আরও বলেন, ‘অসাধারণ একটা টিম। এর আগেও, এই টিমের সঙ্গে শুটিং করে দারুণ কিছু সময় কাটিয়েছি। বিশেষ করে টিমের জানবাচ্চাগুলোর সঙ্গে কাজ করে খুবই ভালো লাগে। ওদের সঙ্গে আবারও মেতে ওঠার সুযোগ পেলাম।