আজ থেকে এক মাসের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে ক্ষণগণনা শুরু হলো। অর্থ্যাৎ আজ থেকে এক মাসের মধ্যে যে কোনো সময়, যে কোনো দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্থাপন করতে হবে।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাসের এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।
আদেশের পর অমিত দাসগুপ্ত সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন ও সংরক্ষণের জন্য গত ৩০ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ে একটি আবেদন দেন সুবীর নন্দী দাস। নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয়, সংবিধানের ৪ক অনুচ্ছেদের বিধানমতে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।
মহান জাতীয় সংসদের অধিবেশন হলো স্পিকার এবং সংসদ সদস্যদের আইন প্রণয়ন অফিস, রাষ্ট্র ও সরকারের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। মহান জাতীয় সংসদে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব। এই আবেদনে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১২ আগস্ট রিট আবেদন করেন ওই আইনজীবী।