খুলনার খালিশপুরে আসিফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুবায়ের ও রানা নামের দুইজন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ খালিশপুর তৈয়বা কলোনির হাবিবুর রহমানের ছেলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব শক্রতার জের ধরে কয়েকজন যুবক আসিফ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলে আসিফ মারা যায়। আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।