করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর টিকা নিবন্ধন করেছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যদিয়ে টিকা তৈরির সব ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি আজ (মঙ্গলবার) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ খবর দিয়েছেন।
তিনি বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রথম টিকা নিবন্ধন করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত যেসব স্বেচ্ছাসেবী এই টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন এবং করোনা ভাইরাসের মোকাবেলায় তারা নিরাপদ হতে পেরেছেন বলে জানিয়েছেন পুতিন।
জুলাই মাসেই টিকার প্রথম ধাপের পরীক্ষার কথা বলেছিল রাশিয়া। আগস্ট মাসে এসে টিকার তৃতীয় ধাপের সফলতার কথা ঘোষণা করে মস্কো।
এটিই বিশ্বের প্রথম নিবন্ধিত কোভিড-১৯ টিকা। ক্লিনিক্যাল পরীক্ষায় এটি নিরাপদ প্রমাণিত হওয়ার পর নিবন্ধন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মস্কোভিত্তিক গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি টিকাটি গ্রহণের জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র বলছে, স্বেচ্ছাসেবী হিসেবে সরকারি কর্মকর্তারাও টিকা নিতে পারবেন।
কোনো কোনো সূত্র বলছে, এরিমধ্যে ভ্লাদিমির পুতিনের এক মেয়ে করোনার টিকা নিয়েছেন এবং তিনি সুস্থ আছেন।