চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘সিরিয়াল রেপিস্ট’ নিহত হয়েছেন। বেলাল দফাদার নামে ওই ব্যক্তি শিশু ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) মধ্যরাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে জানান বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।
গত ৬ মাসে শান্তিনগর এলাকায় ধর্ষণের শিকার হয়েছে সাত শিশু। এসব ধর্ষণের জন্য বেলাল দফাদারকে সন্দেহ করেন স্থানীয়রা।
এর আগে ২০১৬ সালে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বেলাল দফাদারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে জামিনে এসে তিনি আবার শিশু ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত হন বলে দাবি পুলিশের।