মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজধানীতে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা করেছে ।
বুধবার রাতে মাদকদ্রব্য অধিদপ্তরের উত্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পারচালিত হয় । মহাখালী এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি করে ৩২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এরপর ড্রাইভারের তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে আরো ৭৯ বোতন ফেনসিডিলসহ একজনকে আটক করে তারা। এ ঘটনায় মোট দুইজনকে আটক করা হয়েছে । উক্ত ঘটনায় রাজধানীর মহাখালী এবং বাড্ডা থানায় মাদকদ্রব্য আইনে দুইটি পৃথক মামলার কথা জানিয়েছেন মাদকদ্রব্য অধিদপ্তর