ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আরোপ করা লকডাউন পদক্ষেপ অর্থনীতিকে ধ্বংস এবং অর্থনৈতিক ব্যবস্থার দমবন্ধ করে দিয়েছে।
কিছু রাজ্য ও পৌর শহরের লকডাউনের কথা উল্লেখ করে তিনি বলেন, চাকরি ও বেতন না থাকায় মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। লকডাউন তাদের হত্যা করছে।
ব্রাসিলিয়ার আলভোরাদা প্রাসাদের প্রাঙ্গণে সমর্থকদের সঙ্গে দেখার করার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি মাস্ক পরা ছিলেন এবং সবার থেকে কয়েক মিটার দূরত্ব রেখেই কথা বলেন।
তার অভিযোগ, কারফিউ জারি করে কিছু কিছু রাজনীতিবিদ অর্থনীতির দম বন্ধ করে দিয়েছেন।
চলতি বছরে মহামারীর প্রভাবে ব্রাজিলের অর্থনীতি ছয় দশমিক চার শতাংশে সংকুচিত হয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৭ জুলাই কোভিড-১৯ পরীক্ষায় বলসোনারোর পজিটিভ এসেছে।
ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি এখন ভালো বোধ করছেন। যার পুরো কৃতিত্ব হাইড্রোক্সিক্লোরোকুইনের।
যদিও তার এই দাবির সপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, করোনা পরীক্ষায় এই ওষুধ যে কাজ করে, আমি তার জীবন্ত প্রমাণ।