সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

৬ আসনে বিমান ভ্রমণ বিশ্বের সবচেয়ে লম্বা নারীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৭৭ সময় দর্শন

বিশেষ ব্যবস্থায় বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমাইসা গেলগি অবশেষে প্রথমবারের মতো বিমান ভ্রমণের সুযোগ পেলেন। আর এর কৃতিত্ব তুর্কি এয়ারলাইনসের। বিমানের ছয়টি আসনকে স্ট্রেচারে পরিণত করার পর  কাঙ্ক্ষিত বিমান ভ্রমণ করতে সক্ষম হন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী প্রায় ৭ দুট উচ্চতার গেলগি (২৫) ওয়েভার সিনড্রোম নামক একটি জেনেটিক রোগে আক্রান্ত।দৈনন্দিন চলাফেরার জন্য গেলগি সাধারণত হুইলচেয়ার ব্যবহার করে থাকেন; তবে স্বল্প দূরত্বে কোথাও যেতে হলে হেঁটেই যান।

পেশায় গেলগি একজন সফটওয়্যার ডেভেলপার। গিনেসের সহায়তায় একটি ইভেন্টে যোগ দিতে এবং তার পেশাদার ক্যারিয়ার বিকাশে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চেয়েছিলেন।

হুইলচেয়ারে করেই মায়ের সাথে প্রথমে বিমানে ওঠেন রুমাইসা গেলগি। পরে স্ট্রেচারে শুয়ে ১৩ ঘণ্টায় সান ফ্রান্সিসকোতে পাড়ি দেন।

ইস্তাম্বুল বিমানবন্দরে গেলগি সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করতে পেরে তিনি খুব উত্তেজিত এবং তার মতো, ভ্রমণে যাদের স্ট্রেচার প্রয়োজন, তাদের জন্য এই ফ্লাইটটি খুবই গুরুত্ব বহন করবে।

বিশ্বের সবচেয়ে দীর্ঘাকার মানুষ সুলতান কোসেনও তুরসে বাস করেন। সুলতান কোসেনের উচ্চতা  ৮ ফুট ২.৮ ইঞ্চি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

স্বত্ব © ২০২৩  sadhinbangla.tv 

Download App Sadhin Bangla TV News

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-tmnews71