ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের মুক্তির আমগাছ নামকস্থানে মোটরসাইকেলের ধাক্কায় শামছুদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে। নিহত শামছুদ্দিন গোয়ারী গ্রামের আমন আটি পাড়ার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার রাতে শামছুদ্দিন উল্লেখিত স্থান দিয়ে ভালুকা-গফরগাঁও আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় ভালুকাগামী দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।