গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে লালমনিরহাট জেলায় মোট মৃত্যু ৩৮ জনে এসে দাড়িয়েছে। নতুন করে লালমনিরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ জনে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় ২৪ ঘন্টার আরও ৪ জনের মৃত্যুসহ মোট ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সুত্র জানায়, প্রশাসনের কঠোর অবস্থান ও সরকারের ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও অবাদে চলাফেরার কারনে লালমনিরহাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ জনগনের সচেতনতার অভাবকে দায়ী করেছেন। এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭২জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৩ জন এবং মৃত্যু বেড়ে দাড়িয়েছে ৩৮ জনে।