কঠোর লকডাউনের ৪র্থ দিনে সুনামগঞ্জের জগন্নাথপুরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারিতে হাট-বাজার জনশূন্য হয়ে পড়ে।
সেনাবাহিনী, উপজেলা প্রশাসন সহ থানা পুলিশ কঠোর লকডাউনে জনসাধারণকে ঘরে ফেরাতে যৌথ মহরায় অংশ নেন। দুপুর ২ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সাংবাদিকদের ব্রিফ করেন ব্রিগেডিয়ার জেনারেল মিসবাহ উদ্দিন।
তিনি বলেন মহামারি করোনা থেকে বাঁচাতে আমরা মাঠে নেমেছি। সবাই মিলে এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করতে চাই। তিনি নিজে এবং অন্যকে বাঁচাতে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না আসার আহবান জানান।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্ধাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ সহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্ধাসন সিংহ ও সহকারী কমিশনার (ভুমি) অনুপম দাস অনুপের নেতৃত্বে পৃথকভাবে ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে জগন্নাথপুর বাজার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আইন অমান্য করে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মানায় জেল জরিমানা করা হয়।