লালমনিরহাটের হাতীবান্ধায় শিয়াল আটকানো বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামের এক খামারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এর আগে সকালে উপজেলার দক্ষিণ গোতামারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
মৃত বীরেন চন্দ্র দক্ষিণ গোতামারী এলাকার মনোরঞ্জনের পুত্র। স্থানীয়রা জানান, প্রতিদিনের মত তার মুরগীর ফার্মে শিয়ালকে আটক করতে বিদ্যুতের লাইন দিয়ে রাখতেন বীরেন চন্দ্র।
কিন্তু মনে ভুলে সকালে বিদ্যুতের লাইন অফ না করে হাত দেয়। পরে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন বীরেন।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বীরেন চন্দ্র তার নিজের লেয়ার মুরগির খামারে কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে হাতীবান্ধা থানা কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।