https://youtu.be/J2V6JAKwjd0
পটুয়াখালী পৌরসভার ফটিকের খেয়াঘাট সিকদার আবাসিক হোটেল, আবাসিক হোটেলের মালিক মাসুম শ্রমিক দলের নেতা তার অনেক ক্ষমতা কিছু বললে আমাদের সমস্যা হয় এমনটাই অসহায়ের মতো জানাচ্ছিলেন অত্র এলাকার সাধারন জনতা,। ক্ষমতা রহস্য জানতে চাইলে তারা বলেন যেমন আয় করেন তিনি তেমনি ব্যয় করেন তাই সকলের মুখ বন্ধ যাদের দেখার কথা তারা যেন দেখেও দেখেনা তারা আরো বলেন যে যদি তারা দেখত তাহলে দীর্ঘদিন যাবৎ কিভাবে অবৈধ ব্যবসা চালাচ্ছে, স্থানীয় এলাকাবাসীর দাবি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই আমরা পরিচয় দিতে পারি না যে কোথায় আমাদের বাসা প্রশাসন যেন যুগোপযোগী একটি ব্যবস্থা নিয়ে থাকেন।