সদ্য বন্ধ হওয়া অ্যাপল ডেইলি পত্রিকার সাবেক এক জ্যেষ্ঠ সাংবাদিককে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। রোববার (২৭ জুন) রাতে জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
আল-জাজিরা জানায় হংকং পুলিশ বিবৃতিতে বলেছে ‘জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে দেশ বা বিদেশি বাহিনীর সঙ্গে সহযোগিতা করার ষড়যন্ত্রের জন্য” বিমানবন্দর থেকে একজন ৫৭ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।’
এদিকে, চীনের সিটিজেন নিউজ জানায় আটককৃত ওই ব্যক্তিকে ফুং ওয়াই-কং হিসেবে চিহ্নিত করে বলেছে, তিনি সদ্য বন্ধ হওয়া গণতন্ত্রপন্থি ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলির সম্পাদক এবং কলামিস্ট ছিলেন। তিনি যুক্তরাজ্যে চলে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন।
অ্যাপল ডেইলি পত্রিকার হংকং পুলিশ অভিযান চালিয়েছে। এরপর কোম্পানি সংশ্লিষ্ট এক কোটি ৮০ লাখ হংকং ডলারের সম্পদও জব্দ করা হয়। সেই সঙ্গে পত্রিকাটির প্রধান সম্পাদক এবং পাঁচ নির্বাহীকে গ্রেপ্তার করা হয়।