নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানি মূকল মামলার সঠিক তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন পৌর শহরের সাতপাই এলাকার ভুক্তভোগী জায়েদা আক্তার ও তার পরিবার।
সংবাদ সম্মেলন ভোক্তভোগী জায়েদা আক্তার জানান, দীর্ঘদিন যাবৎ নিকটতম আত্মীয়দের সাথে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলে আসছে।
বর্তমানে একটি কুচক্রী মহল প্রাণনাশের হুমকি-ধামকি সহ পুনরায় অন্য মিথ্যা মামলায় জরিয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবাদিকবৃন্দদের ঘটনার সতত্যা যাচাইয়ে সরেজমিনে তদন্ত করারও আহ্বান জানান।
এ সময় ভুক্তভোগী পরিবারের অনান্য সদস্য সহ সংবাদ সম্মেলন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।