বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৩ নারীসহ ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে ২জন বগুড়ার এবং বাকি ২ জন অন্য জেলার বাসিন্দা।
মৃত ব্যক্তিরা হলেন বগুড়ার সদরের রহিমা বেওয়া (৭৭), আদমদীঘি উপজেলার আলতা ফুনেচ্ছা (৬২), জয়পুরহাট জেলার কামরুন নাহার (৪০) এবং সিরাজগঞ্জ জেলার মাজেদ আলী (৭২)।
এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩২২ নমুনার ফলাফলে নতুন করে ১০১ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১জন।
নতুন আক্রান্ত ১০১ জনের মধ্যে সদরের ৭৬ জন, শিবগঞ্জে ৬ জন, শাজাহানপুরে ৬ জন, ধুনটে ৫ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, সারিয়াকান্দি, সোনাতলা, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।
আজ রোববার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন। এর আগের দিন জেলায় ২৪৩ নমুনায় ৫৬ জন করোনায় শনাক্ত হয়েছিলেন।