চট্টগ্রামে লকডাউনের বিধিনিষেধ না মানলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি কারাদণ্ডাদেশ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, সারা দেশে রোজার ঈদের পর থেকে সংক্রমণের হার বাড়ছিল। গত ১৪ দিনে দেশে তা বেড়ে ১৩ থেকে ২২ শতাংশ পর্যন্ত হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে ২৮ তারিখ থেকে কঠোর লকডাউন দেওয়া হবে।
সারা দেশের সাথে চট্টগ্রামেও এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। সেটি খুব কঠোরভাবে দেখা হবে। এছাড়া রাজনৈতিক ও সামাজিকসহ যেকোনো সভা-সমাবেশ ও জনসমাগম বন্ধ থাকবে।’