নানা ভোগান্তি মাথায় করে রাজধানী ছাড়ছেন নিম্ন ও মধ্য আয়ের অনেক মানুষ। আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের খবরে রাজধানীর গাবতলীতে ঢাকা ছাড়ার মানুষের ঢল দেখা যায়। তবে পরিবাহন সংকটে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে উৎকণ্ঠা ঘরমুখো মানুষের।
প্রাইভেটকার, কাভার্ডভ্যান বা মোটরসাইকেল যে যেভাবে পারছেন শহর ছাড়ছেন। আর যারা এগুলোও পাচ্ছেন না তারা হেঁটেই রওনা হয়েছেন বাড়ির দিকে।
তারা বলছেন, খাওয়া, পরা ও দ্রব্যমূল্যে বৃদ্ধির জন্য কাজের কোনো পরিস্থিতি থাকবে না, বের হওয়া যাবে না তার চেয়ে দেশে ফেরাই ভালো।