রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে আজ শনিবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ৪৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫২২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।