ঢাকার সাভারের পল্লী বিদ্যুতের সাব-স্টেশন অফিসে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।সেসময় ডাকাতদের মারধরে আহত হয়েছে চারজন। তাদের মধ্যে দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে পল্লী বিদ্যুত অফিসের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে দুর্বৃত্তরা। তারা ছয়টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, টাকা ও মোবাইল সেট কাপড়-চোপড়সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনার খবর পেয়ে ধামরাই থানাধীন কাওয়ামীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘কয়েকটি ট্রান্সফরমারের ভেতরের তার নিয়ে গেছে ডাকাতদল।