চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ দুই আসামিকে আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।
মঙ্গলবার (২২ জুন) ভোর সাড়ে ৪টার সময় ২৪ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুসুমপুর গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৪) এবং হরিহরনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ মিনারুল (১৯)।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র ৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের একটি মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই আসামিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসিদ্বয়কে জীবননগর থানায় সোপার্দ করে মামলা দায়ের করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।