করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পাঁচটি ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রণালয়। সেগুলো হলো, তুরাগ এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী এক্সপ্রেস।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।
গাজীপুরের মধ্যে অবস্থিত প্রতিটি স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে। থামবে না কোনো আন্তনগর ট্রেন ।
এছাড়া গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন চলাচলও বাতিল ঘোষণা করা হয়েছে।