করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় দ্বিতীয় দফায় সাত দিনের লকডাউনের শেষ দিন আজ। কিন্তু চলমান লকডাউনের মধ্যে কমেনি মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা।
সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নাটোরে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এছাড়াও করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৮৭৮ জন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ২৩২ জন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন ঘোষিত দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ১৪তম দিন। প্রতিদিনের মতো আজও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।