হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বিকেলে হাটহাজারী মাদ্রাসার কাছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ত্রিবেণী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ত্রিবেণী মোড় থেকে নাছির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে আন্দোলনকালে হাটহাজারী তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিনটি মামলা এবং রাজধানীর মতিঝিল ও পল্টন থানার ছয়টি মামলার আসামি তিনি।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য নাছির উদ্দিন মুনিরকে মামলার তদন্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম জেলা গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো ও রিমান্ডের আবেদন করা হবে।