নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার কে-গাতি ইউনিয়নের কোনাপাড়াস্থ ঘোমাইয়ের মোড় এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ৫০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৮) আটক করেছে।
আটককৃত ইসমাইল হোসেন কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মই পুকুরিয়া গ্রামের মোঃ মৌওজ আলীর পুত্র। ডিবি অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই মোঃ সোহাগ মিয়া সঙ্গিয় ফোর্স নিয়ে রবিবার রাতে কে-গাতি ইউনিয়নে কোনাপাড়াস্থ ঘোমাইয়ের মোড়ে ইসমাইল হোসেনকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করলে, বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ডিবি’র অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি মাদক ব্যবসায়ী আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃত ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।