আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (২য় পর্যায়ে) সারাদেশের ন্যায় ভালুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর পেয়েছেন ৮০টি পরিবার ।
২০ জুন রবিবার সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একযোগে বিভিন্ন এলাকার গৃহহীন মানুষদের সঙ্গে সংযুক্ত হয়ে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন।
এ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমের মিলনায়তনে জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা খাতুন।
এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা ও পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ূম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সেলিনা রশিদ প্রমুখ।
পরে অতিথিরা একে একে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘরের চাবিসহ কাগজপত্র হাতে তুলে দেন।