সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন- নজরুল ইসলাম (৪৮) ও আতিক হাসান।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল ও বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া গ্রামে এ বজ্রপাত ঘটে বলে নিশ্চিত করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা।
নজরুল ইসলাম (৪৮) শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে এবং আতিক হাসান (৩২) উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলীর ছেলে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকেলে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন আতিক হাসান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।