সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে মাদ্রাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে কিশোরকে অপহরণ। ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক জেলা জজের ড্রাইভার পরিচয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে হত্যার উদ্দেশ্য সাংবাদিককে বেধরক মারধর থানায় মামলা। কসম পাচার কালে মূল হোতা আটক গলাচিপায় চেতনানাশক দ্রব্য ব্যবহার করায় মা-ছেলে অসুস্থ  গলাচিপায় পাচারের সময় ১৭ কচ্ছপসহ ব্যবসায়ী আটক লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান ও স্ত্রীর ব্যাংকে ২৩৭ কোটি টাকা, অর্থপাচার মামলা গলাচিপায় পুলিশের মধ্যস্থতায় আড়ৎদারের টাকা ফেরত দিয়েছেন ফল ব্যবসায়ী গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

নতুন ইউটিউব অ্যানালিটিক্স পোস্ট সদস্যপদ মেট্রিক এবং আপনার প্রশ্নের জন্য প্রবর্তন!

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩০০ সময় দর্শন
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় গ্রেফতার দুই আসামির মধ্যে অন্যতম তারই বন্ধু অমি। news sadhin banglatv

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় গ্রেফতার দুই আসামির মধ্যে অন্যতম তারই বন্ধু অমি।

সোমবার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ গ্রেফতারের সময়ও অমির পুরো নাম আলোচনায় আসেনি। পরীমনি যে মামলা করেছেন, সেখানে শুধু অমি নামই উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারের কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন মাহমুদকে ক্লাবের নির্বাহী কমিটি থেকে বহিষ্কারের ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ। সেখান থেকেই অমির পুরো নাম জানা যায়। তার নাম তুহিন সিদ্দিকী অমি। তিনিও এই ক্লাবের সদস্য। তুহিন সিদ্দিকী অমিকেও ইতোমধ্যে বহিষ্কার করেছে ক্লাব কর্তৃপক্ষ।

পরীমনির ভাষ্য মতে, তাকে ওই ক্লাবে সুকৌশলে নিয়ে গিয়েছিলেন অমিই। বিষয়টি নাসিরের সঙ্গে পূর্বপরিকল্পনা করেই ঘটিয়েছেন অমি। তিনি যখন ক্লাবে নির্যাতিত হচ্ছিলেন তখন অমির ভূমিকায় বিস্মিত হন।

অমি পরীমনির কেমন বন্ধু যে, তার কথা গভীর রাতে সরল বিশ্বাসে অচেনা একটা ক্লাবে গেলেন? নাসির গ্রেফতার হওয়ার পর সোমবার রাতে ঢাকার গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে এসে পরীমনি তার জবাব দেন।

বলেন, ‘আমার কস্টিউম ডিজাইনার জিমির কলেজ জীবনের বন্ধু অমি। সে হিসেবে আমার সঙ্গে দুই বছর ধরে ‘হ্যাই হ্যালো’। তবে ওই রকম ক্লোজড না আমরা। সিঙ্গাপুর ট্রেইনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন অমি; এর বাইরে খুব বেশি কিছু জানি না আমি তার সম্পর্কে।

জিমির কারণে পরীমনি বাসায় অমির যাতায়াত ছিল- এমনটাই জানিয়েছেন এ নায়িকা। প্রধান আসামি নাসির মাহমুদের সঙ্গে তার আগে পরিচয় ছিল না বলে দাবি করেছেন পরীমনি।

তিনি বলেন, ‘আসামিদের মধ্যে কেবল অমিই তার পূর্ব পরিচিত। তার উপর ‘বিশ্বাস’ রেখেই সেদিন বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে সেই বোট ক্লাবে গিয়েছিলাম। বোট ক্লাবে যাওয়ার পর অমির ভিন্ন চেহারা দেখে আমি নির্বাক ও বিস্মিত হই। নাসির মাহমুদের সঙ্গে অমির আগে থেকেই পরিচয় ছিল।’

পরীমনির পোশাক ডিজাইনার জিমি সাংবাদিকদের বলেন, ‘রাজধানীর আশাকোনা এলাকায় অমিদের বাসা। সিঙ্গাপুর ট্রেইনিং সেন্টার ছাড়াও আরও কিছু ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে অমির।’

সংবাদ সম্মেলনে অমিকে ভাইয়া বলে সম্বোধন করতে দেখা গেছে পরীমনিকে। পরীমনি তার মামলার এজাহারে বলেছেন, দুই নম্বর আসামি অমি ‘পরিকল্পিতভাবে’ ৮ জুন রাতে তাকে বোট ক্লাবে নিয়ে যায়।

পরীমনি এজাহারে আরো বলেছেন, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কস্টিউম ডিজাইনার জিমি ও অমির সঙ্গে দুটো গাড়িতে করে উত্তরার দিকে যাই। আমার ছোটবোনও সঙ্গে ছিল।

পথে জিমিকে অমি  বারবার রিকোয়েস্ট করেন, বেরিবাঁধ এলাকার ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে। এখন তো রাস্তা ফাঁকা। বেশিক্ষণ লাগবে না। জাস্ট দুই মিনিটের ব্যাপার একটু টাইম দে। এমন সব বাহানা দিয়ে বোট ক্লাবের সামনে গাড়ি থামান তিনি। অমি আমাদের ভেতরে ঢোকার আমন্ত্রণ জানায়।

সঙ্গে থাকা ছোটা বোন এসময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। অমি অভয় দেন। ক্লাবের পরিবেশ ‘অনেক সুন্দর’ বলে জানায়। বেনজির ভাইয়ের নাম বলেন। অমিকে বিশ্বাস করে ক্লাবে প্রবেশ করেন পরীমনি।

পরীমনি বলেন, ‘ছোট বোনসহ আমি বাথরুম ব্যবহার করে বের হতেই ১ নং বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদেরকে ডেকে বারের ভিতরে বসার অনুরোধ করেন এবং কফি পানের প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমি ডেকে নেন। ভেতরে গিয়ে দেখি সবাই মাদ খাচ্ছে। ১ নং আসামি ওভার ড্রাংকড।

তিনি আমাকে মদ্যপান করার জন্য জোরাজুরি করেন। আমি মদ্যপান করতে না চাইলে ১ নং আসামি (নাসির) জোর করে আমার মুখের মধ্যে বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন।’

পরীমনি জানান, মদ খেতে না চাইলে নাসির মাহমুদ তখন ‘অকথ্য ভাষায় গালিগালাজ’ করতে থাকেন এবং ‘ধর্ষণের চেষ্টা’ করেন। এসব কিছুর পরিকল্পনাকারী অমি জানিয়ে পরীমনি বলেন, ‘আমি ভিক্টিম। আমি যেখানে ইচ্ছা করলেও বের হতে পারিনি। আমি অমিকে বিশ্বাস করেই সেখানে গিয়েছিলাম। ওখানে বসেছিলাম বিশ্বাস করে। কফি খেতে ২৫ মিনিট লেট হচ্ছিল। আমরা যখন উঠে আসতে চাচ্ছিলাম, অমিই তখন বাধাটা দিচ্ছিল।’

প্রসঙ্গত, মামলার প্রধান আসামি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। পরীমনিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর নাসির মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম নামে আরেকজনকে বহিষ্কার করেছে বোট কর্তৃপক্ষ।

https://youtu.be/9c9HNL6JcY8

Her friend Ami is one of the two accused arrested in the case filed by the actress on charges of rape and attempted murder.

Amir’s full name was not discussed during the arrest of the main accused Nasir Uddin Mahmud on Monday. In the case filed by Parimani, only Ami’s name has been mentioned.

In a press release a few hours after his arrest, the club authorities announced the expulsion of Nasir Uddin Mahmud from the club’s executive committee. Amir’s full name is known from there. Her name is Tuhin Siddiqui Ami. He is also a member of this club. Club authorities have already expelled Tuhin Siddiqui Ami.

According to Parimani, Amii took him to the club. Ami has planned the matter with Nasir. Amir was surprised at the role when he was being tortured at the club.

What kind of friend is Ami Parimani that she went to an unknown club in the middle of the night in simple faith? After Nasir’s arrest, Parimani came to his house in Dhaka’s Gulshan on Monday night and gave a reply.

“My costume designer is Jimmy’s college life friend, Amy. ‘Hi Hello’ with me for two years as he is. But we are not that closed. Ami runs an organization called Singapore Training Center; I don’t know much about it.

Amir was visiting his girlfriend’s house because of Jimmy, said the heroine. Parimani claimed that she had no previous acquaintance with the main accused Nasir Mahmood.

He said, ‘Among the accused, only Ami is his former acquaintance. Believing in him, I went to the boat club on the banks of the river Turag in Birulia that day. After going to the boat club, I was speechless and surprised to see Amir’s different look. Amir was already acquainted with Nasir Mahmood.

Jimmy, the costume designer of Parimani, told reporters, Apart from the Singapore Training Center, there are some other business establishments. ‘

Parimani was seen addressing Ami as brother at the press conference. Parimani said in her case statement that accused number two Ami “planned” to take her to the boat club on the night of June 6.

“I went to Uttara in two cars with costume designer Jimmy and Amir around 11:30 last Wednesday night,” Parimani said in the statement. My younger sister was also with me.

On the way, Amy repeatedly requests Jimmy that he has a two-minute job at the Dhaka Boat Club in the Beribandh area. Now the road is empty. It won’t take long. Just two minutes is a little time. He stopped the car in front of the boat club with all such excuses. Ami invites us inside.

The younger sister who was with her needed to go to the washroom at this time. Ami feared. The atmosphere of the club is ‘very beautiful’. Benazir’s brother’s name was mentioned. Parimani entered the club believing Ami.

“As soon as I came out of the bathroom with my younger sister, Nasir Uddin Mahmud, the 1st defendant, called us and asked us to sit inside the bar and offered to have coffee,” Parimani said. Ami called if we wanted to avoid the matter. I went inside and saw that everyone was drinking. Defendant No. 1 is over drunk.

He insisted that I drink. Defendant No. 1 (Nasir) forcibly put a bottle in my mouth and tried to force me to drink alcohol if I did not want to drink. ‘

According to her fianc মাহe, Nasir Mahmood used abusive language and tried to rape her if she did not want to drink alcohol. “I am a victim,” said Ami, the mastermind behind the plot. I couldn’t get out where I wanted to. I went there believing Ami. I sat there believing. I was 25 minutes late for coffee. When we tried to get up, I was the one who was blocking it. ‘

Incidentally, the main accused in the case is a member of the executive committee (entertainment and culture) of the Dhaka Boat Club. Nasir Mahmood, Tuhin Siddiqui Ami and Shah S Alam were expelled by the boat authorities after allegations of torture against their girlfriends surfaced.

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71