অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরার সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদ্রায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, আটক ব্যক্তিরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরছিলেন। তাঁদের প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আল মাহমুদ আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে তিন মানব পাচারকারীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।