গাজীপুরের কোনাবাড়ী আমবাগ বাঘিয়া এলাকায় তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তিন বছর বয়সী অজ্ঞাত পরিচয় কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, স্থানীয়রা তুরাগ নদে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ।