দিনাজপুরের বিরামপুরে রেজাউল করিম (৩৫) নামের এক আটোরিক্সা চালককে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত রেজাউল করিম বিরামপুর শহরের শান্তিনগর এলাকার মৃতঃ রজব আলীর পুত্র।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, রেজাউল পেশায় একজন অটোরিক্সা চালক। সে বিকেল থেকে রাত পর্যন্ত শহরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালাত। দরিদ্র ও সহজ সরল প্রকৃতির রেজাউল প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। থানা থেকে ফোন পাওয়ার পর জানতে পারলাম আমার ভাইকে কে বা কারা হত্যা করেছে।
থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে বিরামপুর পৌর এলাকার শিমূলতলী ঈদগাহ মাঠের পাশে রেজাউলের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের পাশে তার নিজের অটোরিক্সা ও মোবাইল ফোন পড়ে ছিল।
তিনি আরও জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।