করোনা সংক্রমণ যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না সীমান্তবর্তী জেলা যশোরে। গত চারদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৪শ’ ৩৭ জন।
করোনা সংক্রমো রোধে যশোর পৌরসভার দুটি ও নওয়াপাড়া পৌরসভার দুটি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মানাতে চলাচলের ওপর বিধিনিষেধ থাকলেও আজ রাত থেকে এই দুটি পৌরসভার সকল স্থানে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ভারত সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও তা ঊর্ধ্বমুখী হয়। সোমবার (৭ জুন) ২৯ শতাংশ। আর মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।
আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। যশোরে এ পর্যন্ত ৭ হাজার ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩ জন।