চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর ওয়ার্ডের ডলুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বাণেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)। আহতরা হলেন-মালতী দাশ (৫০) ও শোভা রানি দে (৪৫)। হতাহতদের সবাই একই এলাকার বাসিন্দা।
কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আফসার উদ্দিন বলেন, ছমুরহাট বাজার এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।