কক্সবাজারের পেকুয়ায় লবণ রাখার গর্তে পড়ে মো. শামিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির বাবার নাম মো. রানা। তিনি রাজধানীর একটি আনসার ক্যাম্পে দায়িত্বরত।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিশুটির চাচা মো. বেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশে লবণ চাষের জমি রয়েছে। সেখানে লবণ রাখার জন্য গর্ত করা হয়েছিল। গত কয়েকদিনের বৃষ্টিতে গর্তগুলোতে পানি ভর্তি হয়ে আছে। আজ শামিম পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় গর্তে পাওয়া যায়।
রাজাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, শিশুটির বাবাকে বিষয়টি জানানো হয়েছে। কর্মস্থল থেকে ফিরলে তার সঙ্গে কথা বলে শিশুটির দাফনের ব্যবস্থা করা হবে।