মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২ জুন) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আব্দুর রহিম (৬০) উপজেলার বায়রা ইউনিয়নের চর-চাড়াভাঙ্গা গ্রামের মৃত নয়ন খাঁনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় ভুক্তভোগী তৃতীয় শ্রেণির ছাত্রী বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। সেসময় প্রতিবেশী লম্পট আব্দুর রহিম ওই শিশু শিক্ষার্থীকে ১০ টাকা দেয়ার প্রলোভন দিয়ে পাশেই একটি পরিত্যক্ত স্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি।
ঘটনাচক্রে বিষয়টি দেখে ফেলে ভুক্তভোগী শিশুর দাদি। তখন লম্পট আব্দুর রহিম দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালী মহল।
থানার পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, ধর্ষণচেষ্টার শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।