নেত্রকোনা জেলা সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খুদে নেওয়াজ সকাল ৮ টায় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। বীর মুক্তিযোদ্ধা খুদে নেওয়াজ সাহেবের ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স ৮৩ বছর ৫ মাস ১ দিন।
বীর মুক্তিযোদ্ধা খুদে নেওয়াজ সাহেব আমতলা ইউনিয়নের বর্তমান কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন ও ৯নং ওয়ার্ডে সাবেক সভাপতি ছিলেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সাহেব খুদে নেওয়াজ সাহেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে ফজরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা খুদে নেওয়াজ সাহেবের বাড়ির পাশে শিবপ্রসাদপুর গ্রামের ২টি চায়ের সাত্তার ও মানিক মিয়ার দোকানে চা পান করেন।পরে বাড়িতে এসে হঠাৎ মৃত্যু বরন করেন। উনি মুটামুটি সুস্থ্য ছিলেন ভালভাবে চলাফেরা করতে পারতেন।
মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় মরহুমের নিজ বাড়িতে শিবপ্রসাদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।