পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন কর্নেল আসিমি গোইতা। শুক্রবার (২৮ মে) স্থানীয় সময় রাতে দেশটির সাংবিধানিক আদালত এ ঘোষণা দেয়।
বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইটা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।’
তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদঅ-এর পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়।
মালির গণতন্ত্রে ফেরার পথকে জটিল করা এই অভ্যুত্থান ও আটকের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট কর্নেল আসিমি গোইতা। গতবছর তারই নেতৃত্বে আরেক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা।