ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধপ্রদেশে ব্যাপকভাবে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। সরকারি তথ্যের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। সূত্র জানায় দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৭১৭ জন আক্রান্ত হয়েছে।
গত সপ্তাহে ভারতে করোনাভাইরাসের রোগীদের মধ্যে মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) শনাক্ত হলে এটিকে মহামারী ঘোষণা করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতের মহারাষ্ট্রে ২৭৭০, গুজরাটে ২৮৫৯, অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জনের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে এখনো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়নি।