ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পরে ১৮ বছরের মো. মিরাজ মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের উদ্ধার করা হয়।
মিরাজ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পিছনে বিষখালী নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে ব্যার্থ হয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে