চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ মো. আবুল হায়াত (২৫) নামে যুবককে আটক করেছে।
আটককৃত আবুল হায়াত হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর গ্রামের মো. তাজামুল হকের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৫ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরে অভিযান চালায়।
এ সময় একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে হেরোইনসহ আবুল হায়াতকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।