খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় চিকিৎসকদের সাথে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা দেড়টায় তিনি হাসপাতালে পৌঁছান।
হাসপাতালের চিকিতসকদের সাথে আলাপ করে জানা গেছে, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।গত ৩ মে থেকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়ায় চিকিৎসকেরা খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারী কেয়ার ইউনিটে স্থানান্তর করে। প্রতিদিন তাকে ৩ থেকে ৪ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। তার ডায়াবেটিসের মাত্রাও অনেক বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।