রাজধানীতে চলছে ঢিলেঢালা লকডাউন। শুধুমাত্র গণপরিবহন ছাড়া সড়কে ব্যক্তিগত গাড়ি’সহ প্রায় সব ধরনের যানবাহন চলছে।
এছাড়া রাজধানীর বেশ কয়েকটি সিগন্যালে লম্বা যানজটও দেখা গেছে। লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর থেকে এমন চিত্র নগরীর বেশিভাগ এলাকার। দোকানপাট-মার্কেট খোলা থাকায় সাধারণ মানুষের চলাচল আগের তুলনায় বেশি। জরুরী প্রয়োজনের যারা বাইরে বের হয়েছেন তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন।
তবে রাস্তায় বের হওয়া বেশিরভাগ মানুষই পরছেন মাস্ক। শপিংমল-দোকানপাট খুলে দেয়ার পর সড়কগুলোতে নেই আর আগের মত চেকপোস্ট। সব মিলিয়ে চলছে একদমই ঢিলেঢালা লকডাউন।