করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায়ে ২য় লকডাউন মোকাবিলায় পটুয়াখালীর গলাচিপায় সরকারের নিতিমালা অনুযায়ী নির্বাহী ম্যাজিট্রেট আশিষ কুমার এর নেতৃত্বে ১৫’ই এপ্রিল ১’লা বৈশাখ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী লকডাউন কার্যকর করার ক্ষেত্রে উপজেলা ব্যাপি ব্যাপক অভিযান চালায়।
নিবার্হী ম্যাজিট্রেট ও নিবার্হী অফিসার আশিষ কুমার এবং গলাচিপা থানা অফিসার ইনর্চাজ এম আর শওকত আনোয়ার, উপজেলার বিভিন্ন মারর্কের্ট, পরিবহণ স্টান্ড জনসাধারণকে সতর্ক করণসহ মাস্ক বিতরণ করে।
এছাড়া বেশ কয়েকটি পরিবহণ জব্দ করে এবং রিক্সশার পাম্প ছেড়ে দেয়। সরকারের নিদের্শ মোতাবেক প্রশাসন কঠোর ব্যাবস্থা নেওয়ায় চিনন্তাশীল ব্যাক্তিরা সন্তোষ প্রকাশ করেন।